নোংরা ভালোবাসা
একটি ছেলে তার gf কে ফোন দিয়ে বলে, "জান তুমি কোথায়? তুমি আমার সাথে দেখা করতে চলে আসো।"
মেয়েটি : "বাবু আমার একটা জরুরি ক্লাস আছে এখন আমি যেতে পারবো না।"
ছেলেটি : "তুমি এখন আমার সাথে দেখা করবে, আমি আর কিছু শুনতে চাইনা।"
মেয়েটি আর কী করবে bf কথা রাখতে তার জরুরি ক্লাসটাও মিস দিয়ে দিলো।
মেয়েটি গেলো তার bf এর সাথে দেখা করতে যবার পর,
মেয়েটি : বলো এতো জরুরি ফোন দিয়ে আনলে কেন?
ছেলেটি : বলছি আগে চলো একটু ঐ দিকে গিয়ে বসি।
মেয়েটি: কেন? এখানে কী হয়েছে।
ছেলেটি : আসলে এখানে অনেক পরিচিত লোকজন আছে তাই দেখলে আবার সমস্যা হতে পারে।
তারপর তারা দুজন অন্যদিকে গিয়ে বসলো। ছেলেটি হঠাৎ করে মেয়েটির গায়ে হাত দেয়ার সময়,,,
মেয়েটি : কী করছো! না না বাবু please এখন এগুলো করো না। পুরো life টাই তো পরে আছে আদর করার জন্য।
ছেলেটি : ও তাহলে তুমি আমাকে ভালোবাসোই না।
আমরা তো বিয়ে করবোই। (ইমোশনাল ব্লাকমেইল)
মেয়েটি : তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আচ্ছা ঠিক অাছে।
ছেলেটি : তাহলে চলো আমার বন্ধুর বাসা খলি আছে।
মেয়েটি : কিন্তু, এখন বাসায় কী বলবো।।
ছেলেটি : বাসায় বলে দেও যে আজকে আসতে একটু দেরি হবে একটা জরুরি ক্লাস আছে।
মেয়েটি ঠিক আছে বলে দুজনেই বন্ধুর বাসার দিকে চলে গেলো। ছেলেটি আগেই তার বন্ধুর বাসায় ক্যামেরা লাগিয়ে রেখেছিলো।
এভাবেই কয়েকদিন যাবার পর মেয়েটি অসুস্থ হয়ে পরছিলো। মেয়েটি মনে মনে ভাবছিলো, "দিন দিন আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঐ দিকে মামুন(ছেলেটি), আগেতো সে আমাকে মাঝে মধ্যে ডাকতো, কিন্তু এখনতো সে একদিন পরপরই ডাকে। সে আমাকে মেনে নিবেতো,,আমিতো তাকে বিশ্বাস করে সবকিছু দিয়ে দিয়েছি। ও যদি আমাকে মেনে না নেয়? তাহলেতো আমি আমার এই মুখ কাউকে দেখাতে পারবো না। মামুনের(ছেলেটি) সাথে আমাকে কথা বলতেই হবে।"
তারপর মেয়েটি ছেলেটির সাথে দেখা করতে গেলো।
মেয়েটি : মামুন(ছেলেটি) তুমি আমাকে যখন তখন এভাবে ডাকতে পারো না। আমি পরিবারে আর কী বলে বের হবো।
ছেলেটি : আমি এতো কিছু জানি না, আমি ডাকলেই যে তোমাকে আসতে হবে। যদি না আসো তাহলে এই দেখ (ছেলেটি তার মোবাইলে তাদের রেকর্ড করা নোংরা ভিডিও মেয়েটিকে দেখালো), এই ভিডিও নেটে ছেরে দিবো।
মেয়েটি : মামুন(ছেলেটি) তুমি আমার সাথে এমনটা করতে পারলে। তোমাকে তো আমি বিশ্বাস করে সব দিয়ে দিয়েছি। তুমি আমাকে এভাবে ঠকালে। তুমি কী জানো তুমি তোমার সন্তানের বাবা হতে চলেছ।
ছেলেটি : কী! তোর নোংরা সন্তানের বাবা হবো আমি, তুই কতজনের সাথে রাত কাটিয়েছিস?
মেয়েটির আর কিছুই বলার থাকে না, কারন সে যকে এতো বিশ্বাস করেছিলো সেই তাকে এভাবে ঠকালো।
তাই বলছি বোনদের বলছি, bf এর দু এক মিষ্টি কথায় সবকিছু যে বিলিয়ে দিতে হবে তা কিন্তু নয়।
একটি মন্তব্য পোস্ট করুন
Give your opinion, please!