ভালোবাসার শেষ নিশ্বাস★
 
  • একটি ছেলে পার্কের একটি বেঞ্চে বসে তার প্রেমিকার জন্য অপেক্ষা করছিলো। হঠাৎ করে ছেলেটির কাছে ফোন আসে তার প্রেমিকার। প্রেমিকাটি কাঁদো কাঁদো স্বরে বলছে, “জান আমার বাবা আমাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিচ্ছে”। ছেলেটির মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়লো। কারন ছেলেটি তাকে খুব ভালোবাসতো। ছেলেটি বিশ্বাস করতে পরছিলো না। ছেলেটি বলছিলো, ” তোমাকে নিষেধ করেছিলাম আমার সাথে কখনো এসব মজা করবা না।” মেয়েটি আবার বললো, “সত্যি বলছি বাবা আমাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিচ্ছে আর তোমার সাথে দেখা হবে না।” ছেলেটির যেন পাগল হয়ে যাবার অবস্থা। ছেলেটি বললো, “তুমি এখনই আমার সাথে দেখা কর।” মেয়েটি বললো, “এখন সম্ভব না, ভাইয়া বাবা সবাই বাসায় আছে।” ছেলেটি বললো, “আমি কিছুই জানিনা তুমি আমার সাথে এখনই দেখা কর, আমি সেই পার্কে তোমার জন্য অপেক্ষা করছি।” মেয়েটি বললো, “ঠিক আছে তুমি অপেক্ষা কর আমি আসার জন্য চেষ্টা করছি।” ছেলেটি অনেক্ষণ ধরে অপেক্ষা করার পর মেয়েটি আসলো। তারপর মেয়েটি কাঁদতে কাঁদতে ছেলেকে জরিয়ে ধরলো। হঠাৎ করেই মেয়েটি ছেলেটিকে বলে উঠলো, “তোমাকে আমি কখনোই ভালোবাসিনি, তোমাকে শুধু আমি ব্যবহার করেছি, আমার পিছনে লাইন ধরে অনেক ছেলে পরে আছে, আর কখনো আমার সামনে আসবেনা।” এই বলে মেয়েটি চলেগেলো। ছেলেটি মেয়েটির দিকে শুধু তাকিয়েই ছিলো কিছু বলার মতো তার ভাষা ছিলোনা, তার চোখ দিয়ে শুধু অঝোরে জল ঝরছিলো। ছেলেটি বাড়িতে এসে বুঝতে পাড়ছিলোনা কি করবে। হঠাৎ করে ছেলেটিকে ফোন দিলো তার বন্ধু, তার বন্ধু বললো, “দোস্ত আনিকা তোর পকেট একটা চিঠি দিয়েছে তোকে বলেছে পড়ে নিতে।” তারপর ছেলেটি পকেটে হাত দিয়ে দেখে একটি চিঠি। আসলে মেয়েটি যখন ছেলেটিকে জরিয়ে ধরেছিলো তখন এই চিঠিটা ছেলেটার পকেটে দিয়ে দেয়। ছেলেটা তারাতারি করে চিঠিটা পড়া শুরু করলো। চিঠিটার মধ্যে লেখা ছিলো, “জান i am sorry যখন তোমার সাথে আমি ফোনে কথা বলছিলাম তখন ভইয়া সব শুনে ফেলে তারপর আমার পিছু পিছু আসে। তাই তোমার সাথে এই নাটক করতে হয়েছে আর সত্যি কথাগুলো আগেই চিঠিতে লিখে রাখি। Please তুমি রাগ করোনা। আমি অস্ট্রেলিয়া গিয়েই প্রথমে তোমাকে ফোন করবো।” ছেলেটা যেন শান্তি ফিরে পেলো। তারপর এই শান্ত মন নিয়ে ছেলেটি একটু টেলিভিশন দেখতে বসলো। টেলিভিশনটি চালাতেই শুনতে পায় “অস্ট্রেলিয়া উদ্দেশ্যে যাওয়া একটি বিমান বিধস্ত হয় বিমানের প্রত্যেক যাত্রী নিহত হয়।” ছেলেটাতো এখন পাগলের মতো শুরু করে দিয়েছে। কারন সেই বিমানে তার ভালোবাসার মানুষটি ছিলো। সাথে সাথে সে তার ঘরের দরজা লাগিয়ে হাতে বিশ নিয়ে খেয়ে ফেললো। কারন ছেলেটা মেয়েটাকে ছারা বাঁচবে না। বিশ খেয়ে ফেলার সাথেই তার ভালোবাসার মানুষটির ফোন আসে। ততক্ষণে ছেলেটি তার শেষ নিশ্বাস ত্যাগ করে দিয়েছি। মেয়েটি ফোনে বলতে থাকে, “জান তোমার সাথে দেখা করতে গিয়ে আমার ফ্লাইট মিস হয়ে গিয়েছে, তুমি এখন কোথায় জান, তোমার সাথে আমি দেখা করতে আসছি।” মেয়েটি অনবরত বলতেই থাকে কিন্তু সে কোনো উত্তর পায় না।
( কেউ যদি কখনো আমাকে প্রশ্ন করে তোমার জীবনের শেষ ইচ্ছাটা কী, তাহলে আমি বলবো আমি তাকে আবার নতুন করে ফিরে পেতে চাই) 

1 মন্তব্যসমূহ

Give your opinion, please!

একটি মন্তব্য পোস্ট করুন

Give your opinion, please!

নবীনতর পূর্বতন