ধর্ষণ
👉২০১০ সালের ঘটনা, চীনে এক কলেজ ছাত্রী ও তার প্রেমিক পাবলিক বাসে করে কলেজে যাচ্ছিলো"!!!"
মেয়েটি ছিলো বেশ সুন্দরী এবং সে ছাড়া বাসের অন্য সব যাত্রী ছিলো পুরুষ"!!!"
হঠাৎ ৪-৫ জন অস্ত্রধারী যুবক মেয়েটির প্রেমিককে সরিয়ে মেয়েটিকে টেনে সিট থেকে বাসের দুই সিটের মাঝে মেঝেতে নিয়ে আসে"!!!"
মেয়েটিকে বাঁচাতে তার প্রেমিক কিংবা বাসের অন্য কোনো যাত্রী ভয়ে এগিয়ে আসেনি কিন্তু, একজন মধ্যবয়স্ক লোক মেয়েটিকে ধর্ষণকারীদের হাত থেকে বাঁচতে এগিয়ে আসে"!!!"
ধর্ষণরীরা লোকটিকে মারধর করে মেয়েটিকে এক এক করে ৫ জন মিলে ধর্ষণ করার পর পোষাক পরিয়ে আবার মেয়েটির প্রেমিকের পাশে বসিয়ে রাখে"!!!"
তখন ও বাস চলছে সব যাত্রীরা স্বাভাবিকভাবেই যে যার যার মতো নিজেদের সিটে বসে আছে"!!!"
কোনো প্রকার নড়াচড়া বা প্রতিবাদ করছে না"!!!"
কিছুক্ষণ নীরব থাকার পর, ধর্ষণের শিকার মেয়েটি বাসের ড্রাইভারের পাশে বসা এক ধর্ষকের কোলে গিয়ে বসে"!!!"
একটু পর ধর্ষকদের অনুরোধ করে যে মধ্যবয়স্ক লোকটি তাকে বাঁচানোর চেষ্টা করেছিলো ঐ লোকটিকে বাস থেকে নামিয়ে দিতে"!!!"
ধর্ষকরা লোকটিকে নামিয়ে দিতে মেয়েটি কিছুক্ষণ এক ধর্ষকের কোলে বসে রইলো"!!!"
ধর্ষক ও বাসের যাত্রী সবাই অবাক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে রইলো"!!!"
হঠাৎ মেয়েটি ড্রাইভারের হাত সরিয়ে বাসটিকে দুর্ঘটনার কবলে ফেললো"!!!"
মেয়েটি সহ বাসের যাত্রীদের কেউ ঘটনাস্থলে, আবার কেউ কেউ হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুবরণ করলো"!!!"
শেষ কথাঃ যারা অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই"!!!"
বেঁচে থাকলেও তারা সারাজীবন কাপুরুষের মতোই বেঁচে থাকে অন্যায়কারী ও অন্যায়ের প্রশ্রয়দাতা উভয়েই সমান দোষী"!!!"
পোষ্টটি পড়ে আপনাদের মন্তব্য প্রকাশ করবেন আশা করছি 👇
একটি মন্তব্য পোস্ট করুন
Give your opinion, please!