হতো দরিদ্র।।
এই ছোট গল্পটি সবাইকে পড়ার অনুরোধ রইলো।।
একটি ছেলে স্কুলে যাবার জন্য তার বাবার কাছে টাকা চায়। তার বাবা তাকে ৫০০ টাকা দেয়।
সেই টাকা নিয়ে ছেলেটি রাস্তা দিয়ে হেটে যাবার সময় তার হাত থেকে টাকাটি পানিতে পরে ভিজে যায়। ছেলেটি টাকা টা তারাতারি উঠিয়ে নিজের কাপড়েে মুছে নেয়।।
এখন এই ভিজে যাওয়া টাকা টি পাল্টিয়ে নেওয়ার জন্য ছেলেটি একটি জুতা সেলাই করার দোকানে যায়।দোকানের ছোট্ট ছেলেটিকে বলে সুন্দর মতো জুতা পালিস করে দিতে; দোকানের ছোট্ট ছেলেটি জুতা পালিস করার পরে সেই ছেলেটি তাকে ৫০০ টাকার নোট টি দেয়।
দোকানের ছেলেটি বলে তার কাছে ৫০০ টাকার খুচরো নেই।
আবার সেই ছেলেটি বলে ৫০০ টাকা খুচরো আছে কিনা তা দেখার জন্য।।
দোকানের ছেলেটি ৫০০ টাকার খুচরো আছে কিনা, দেখতে গিয়ে সেই ছেলেটির কাপড়ে একটু কালি লেগে যায়। সেই ছেলেটি দোকানের ছেলেটিকে থাপ্পড় লাগিয়ে দেয়। আর বলে, "আমার কাপড়ে কালি লাগিয়ে দিয়েছিস; এখন আমি স্কুলে যাবো কীভাবে, তোকে আমি টাকাই দিবো না।"
এই বলে ৫০০ টাকার নোট টি পকেটে ঢুকিয়ে ফেললো।
তারপর দোকানের সেই ছোট্ট ছেলেটি বললো, "ভাইয়া আপনি আমাকে মারলেন, গরিব বলে গায়ে ময়লা আছে বলে কেউ পাশে বসতে চায়না, কিন্তু আপনার কাপড়ে একটু কালি লেগেছে বলে আপনি আমাকে থাপ্পড় মারলেন, একবারও কী ভেবে দেখেছেন আপনি যে টাকা টা জত্ন করে মুছে পকেটে ঢুকালেন সেই টাকাটার মধ্যে কতো ময়লা আছে; আপনি কী জানেন?? আসলে এখন মানুষের চেয়েও টাকার দাম অনেক বেশি"
সেই ছেলেটি চুপ করে রইলো। (আপনারাই ভেবে দেখুন সেই টাকাটি কতজনের হাত দিয়ে একের পর এক করে ঘুরে আসে)
আসলে আমরা টাকার মতো সমাজে প্রত্যেকটা মানুষকে যত্ন করে আগলে রাখলে এমন পরিস্থিতি সমাজে সৃষ্টি হতো না।।।
দোকানের ছেলেটি বলে তার কাছে ৫০০ টাকার খুচরো নেই।
আবার সেই ছেলেটি বলে ৫০০ টাকা খুচরো আছে কিনা তা দেখার জন্য।।
দোকানের ছেলেটি ৫০০ টাকার খুচরো আছে কিনা, দেখতে গিয়ে সেই ছেলেটির কাপড়ে একটু কালি লেগে যায়। সেই ছেলেটি দোকানের ছেলেটিকে থাপ্পড় লাগিয়ে দেয়। আর বলে, "আমার কাপড়ে কালি লাগিয়ে দিয়েছিস; এখন আমি স্কুলে যাবো কীভাবে, তোকে আমি টাকাই দিবো না।"
এই বলে ৫০০ টাকার নোট টি পকেটে ঢুকিয়ে ফেললো।
তারপর দোকানের সেই ছোট্ট ছেলেটি বললো, "ভাইয়া আপনি আমাকে মারলেন, গরিব বলে গায়ে ময়লা আছে বলে কেউ পাশে বসতে চায়না, কিন্তু আপনার কাপড়ে একটু কালি লেগেছে বলে আপনি আমাকে থাপ্পড় মারলেন, একবারও কী ভেবে দেখেছেন আপনি যে টাকা টা জত্ন করে মুছে পকেটে ঢুকালেন সেই টাকাটার মধ্যে কতো ময়লা আছে; আপনি কী জানেন?? আসলে এখন মানুষের চেয়েও টাকার দাম অনেক বেশি"
সেই ছেলেটি চুপ করে রইলো। (আপনারাই ভেবে দেখুন সেই টাকাটি কতজনের হাত দিয়ে একের পর এক করে ঘুরে আসে)
আসলে আমরা টাকার মতো সমাজে প্রত্যেকটা মানুষকে যত্ন করে আগলে রাখলে এমন পরিস্থিতি সমাজে সৃষ্টি হতো না।।।
একটি মন্তব্য পোস্ট করুন
Give your opinion, please!