পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ৫ টি ”কালো জাদুর” বই।।
হ্যালো বন্ধুরা, মানুষ সবসময় জাদু শক্তি পাওয়ার ইচ্ছা রাখে আর এই কারণেই জাদু শক্তি পাওয়ার সম্পূর্ণ তথ্য জাদুর বই গুলিতে লেখা থাকে যে বইগুলোর মধ্যে জাদুর ধরন কিভাবে কালো যাদু শিখা যায় তার বর্ণনা করা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক এমনই পাঁচটি ”ব্ল্যাক ম্যাজিক বুক” যেগুলোর মধ্যে কালো জাদুর শক্তি সকল বিধি দেওয়া আছে আর এই বইগুলোকে জাদু শক্তির জগতে অনেক মান্য করা হয়।
বই ১. Pseudomonarchia Daedonum - এই বইটি ১৬শ শতাব্দীতে ব্রাইন নামক এক ব্যক্তি লিখেছিলেন।এই বইটিতে রাক্ষসের কথা উল্লেখ করা হয়েছে। এই বইটিতে ৬৯ টি পদ্ধতিতে কিভাবে রাক্ষসকে ডাকা হয় এবং রাক্ষসকে কিভাবে নিজের আয়ত্তে আনা যায় সকল বিস্তারিত বিধি লেখা রয়েছে। এই বইটিতে কিছু রাক্ষসের কথা বলা রয়েছে যেগুলি খুবই ভয়ঙ্কর যেমন- ”কুশল” নামের রাক্ষস কাকের রূপ ধরে আসে এবং সকলকে তার গোলাম বানিয়ে নেয় ”পরাস” নামের রাক্ষস লুকানো কোনো জিনিসকে খুব সহজেই বের করতে পারে ”হ্যাগিএম্টি” নামক রাক্ষস যে কিনা জলকে মদে পরিনত করে ফেলতে পারে ”চাক্ষুস” নামক রাক্ষস যে কিনা মানুষের দেখা এবং শোনার শক্তিকে কেড়ে নিতে পারে এবং ”পেরিলাস” যে কিনা লড়াইয়ের পরিণাম আগে থেকেই বলে দিতে পারে। এই রাক্ষস গুলিকে কিভাবে কবজা করা যায় তারই উল্লেখ করা হয়েছে এই বইটিতে।
বই ২. Ars Almadel - এই বইটিকে লেখা হয়েছিল ১৬শ শতাব্দীতে। এই বইটি কোন এক অজানা যাদুকর লিখেছেন। এই বইটিতে মানুষ কিভাবে এঞ্জেল অর্থাৎ দেবতাদের সাথে যোগাযোগ করতে পারে এই সকল নিয়ম লেখা রয়েছে। এই বইটির দ্বারা আপনি কিভাবে তাদের সংস্পর্শে যাবেন এবং কিভাবে তাদের সাথে কথা বলবেন তারই সকল নিয়ম নীতি এই বইটিতে উল্লেখ করা হয়েছে। তাছাড়া এই বইটিতে আরও লেখা রয়েছে যে কিভাবে আলাদা আলাদা শক্তিসম্পন্ন চারটি এঞ্জেল-এর সাথে সম্পর্ক স্থাপন করবেন এবং কিভাবে তাদের সাথে কথা বলবেন। এই বইটিতে আরও বলা হয়েছে যে কোন এঞ্জেল কে কবে কখন স্মরণ করতে হবে এবং তাদেরকে চেনার উপায় কি। বইটিতে আরো বলা হয়েছে এঞ্জেল দেখতে হবে ছোট এবং সে সর্বদা সিলভার কালারের কাপড় পরিধান করে থাকবেন।
বই ৩. Greek Magical Papyri - এই বইটিতে জাদু শিক্ষার অনেক নীতি এবং মন্ত্রে ভরা রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো বিনা মাথাওয়ালা রাক্ষস কে কীভাবে নিজের কাছে রাখা।তাছাড়াও এই বইটিতে অলৌকিক শক্তি কে নিজের করে পাওয়ার কথার কথা উল্লেখ করা হয়েছে। এই অলৌকিক শক্তি গুলি কে আপনি যেকোনো সময় যেকোনো কাজের জন্য ব্যবহার করতে পারবেন তাছাড়া এই বইটির মধ্যে আরও বলা হয়েছে যে আপনি কিভাবে একটি বাচ্চার দ্বারা সকলের ভবিষ্যৎ দেখতে পারবেন।
বই ৪.Picatrix - এই বইটি ১৮শ শতাব্দীতে লেখা হয়েছিল। যাতে জ্যোতিষ বিদ্যা, গ্রহ এবং তারার কথা উল্লেখ করা রয়েছে। এই বইটিতে কিছু অদ্ভুত জিনিস এর কথা উল্লেখ করা হয়েছে। রক্ত, চৌরাস, গানজান এ সকল জিনিস মানবদেহের ছেড়ে মানুষের মাথায় ভর করে। এই বইটির মাধ্যমে শেখানো হয় যে কীভাবে ভূত ও অতৃপ্ত আত্মার সাথে কথা বলা যায়।
বই ৫. The Black Pullet - ১৮শ শতাব্দীতে এই বইটি লেখা হয়েছে। বইটিতে মূলত বিভিন্ন তাবিজ বানানোর কৌশল এর কথা উল্লেখ করা হয়েছে। বন্ধুরা তাবিজ এমন একটা জিনিস যেটা আপনার কাছে রাখলে অনেক অলৌকিক শক্তি আপনার সাথে থাকবে। এই বইটি নেপোলিয়ান একজন আর্মি লিখেছেন। এই বইটির মধ্যে অনেক ডিটেলস ছিল। যেগুলো দ্বারা বোঝানো হয়েছিল যে কিভাবে বোর্ণ স্টিল এবং জাদু নীতির মাধ্যমে একটি তাবিজ বানানো যায়। এই তাবিজ গুলির মধ্যে কিছু তাবিজ দ্বারা জিনদেরকে বশ করা যেত। তাছাড়া এগুলোর মধ্যে বেশ কিছু এমন তাবিজ ছিলো যেগুলো কোন ব্যক্তির শরীরে বাধা মাত্রই সেই ব্যক্তি সত্যি কথা বলতে শুরু করে দিবে।
(Your Website Free Traffic: https://bit.ly/2XPiUxo)
Wow, magic book
উত্তরমুছুনNice
মুছুনকালো জাদুর বই কোথাই পাওয়া যাবে
উত্তরমুছুনএগুলার কারনে ভালো আবার হোগা মারাও অয়া যায় 😄🐸🐸🐸কি যে মজা লাগে ভাই 🥰🥰🖤🖤
উত্তরমুছুনআসলেই!!
মুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
Give your opinion, please!