Sorry (সরি)

একটি মেয়ে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলো। কয়েকজন ছেলে দাড়িয়ে সেই মেয়েটিকে নানান ধরনের কথা বলছিলো। তার কারন মেয়েয়েটি একটু মোটা ছিলো। 

ছেলেগুলো বলছিলো, "দেখ দেখ কী মোটা" আরেকজন বলছিলো, "এ তো ছোট খাটো হাতির বাচ্চা, এর তো চিড়িয়াখানায়া থাকার কথা রাস্তায় কী করছে"। 

মেয়ে কিছুই বলে নি। সে চুপচাপ রাস্তা দিয়ে হেটে চলে যাচ্ছে। তার ঠিক একটু দূরে একটি লোক বসেছিলো, সে লোকটি ছেলেদের সব কথা শুনছিলে। 

মেয়েটি চলে যাবার পড়ে লেকটি এসে বললো, " ভাই ঠিক কথা বলছেন, হে হে অনেক মোটা! " 

লোকটি বললো, "আচ্ছা ভাই আমি আপনাদের কিছু কথা বলি, এই যে এতক্ষণ ধরে মেয়েটিকে এত কথা বললেন মেয়েটি এই মেয়েটি সেই, মেয়েটি যদি আপনাদের গালে দুটি করে চর মেরে যেত তখন আপনাদের কেমন লাগতো?" 

ছেলে গুলো তখন চুপ করে ছিলো। লোকটি আরো বললো, " মেয়েটি তো কারোর বোন, কারোর মেয়ে, কারোর প্রেমিকা, সৃষ্টি কর্তা মেয়েটিকে এমন বানিয়ে সে তো নিজে এমন হয়নি, তাই সৃষ্টি কর্তা তাকে যেমন বানিয়েছে তেমনি থাকতে হবে, তাকে তাই নিয়েই বাহিরে বের হতে হবে। অমি আপনাদের জ্ঞান দিতে চাই না, আপনারা এখন ইচ্ছা করলে আমকে মারধর করতে পারেন, এভাবে বলার জন্য।।"

 ছেলেগুলো বললো, "Sorry ভাই আমাদের ভূল হয়ে গেছে"

লোকটি বললো, "আমাকে sorry বললেতো হবে না, আপু টাকে sorry বলতে হবে, বিশ্বাস করেন ভাই আপুটাকে একবার sorry বললে আজ আপনাদের পুরোদিনটা ভালো যাবে, বলবেন sorry?"

ছেলে গুলো বললো, "বলবো ভাই।।"

তারপর সেই ছেলে গুলো আপুটাকে গিয়ে sorry বললো। আর সেই আপুটা বললো, "আমি যদি তখন আপনাদের বলতাম, থাপ্পর লাগিয়ে দিবো, তখন আপনাদের কেমন লাগতো। যাই হক আপনারা যেহেতু আপনাদের ভূল বুঝতে পেড়েছে তাই এখন আমি অনেক খুশি। ভবিষ্যতে আর এমনটা করবেন না।"

এই বলে আপুটা চলে গেলো।।।...



     

Post a Comment

Give your opinion, please!

নবীনতর পূর্বতন