তুমি আছো তাই

(পর্ব-১)

-উফ একটু দেখে চলতে পারেননা?? চোখ পকেটে ভরে রাস্তায় বের হন নাকি??😡😡

-যাব্বাবা!! আমি কি করলাম?? আপনি নিজেই তো ভেটকাতে ভেটকাতে আমার গায়ে এসে পড়লেন।

-এই যে শুনেন,,আমি মোটেও আপনার গায়ে এসে পড়িনি। আপনি তো মোবাইলের ভিতর ঢুকে গেছেন তাই এত্তো বড় একটা মানুষকে দেখতে পাননি।

-ও আচ্ছা,,আমি না হয় মোবাইলের ভিতর ঢুকে গেছি তা আপনার চোখে কি হয়েছে?? আপনি আমাকে দেখতে পাননি??

-ছোটবেলায় যদি আপনাকে হরলিক্স খাওয়ানো হতো তাহলে ঠিকি দেখতাম।😆আর একটা মেয়ের গায়ে ধাক্কা দিলেন কোথায় সরি বলবেন তা না করে রাস্তায় দাঁড়িয়ে ষাঁড়ের মতো চেচাচ্ছেন??

-কিহ!! আমি ষাঁড়?? আর আপনি কি হু?? টিকটিকি একটা😡

-কিইইইই!! আমি টিকটিকি???????😡

-আজ্ঞে হ্যাঁ😊

-আপনি একটা...

(আরে আরে অনেক ঝগড়া হয়েছে।চল এবার।নইলে ক্লাসটা মিস হবে।)

-শুধু ক্লাস ছিলো বলে আমাকে টিকটিকি বলার মজা বুঝালাম না।নইলে....😡😡

-হুহ!! টিকটিকি আবার আমাকে বুঝাবে।(বিড়বিড় করতে করতে বললো)

এতোক্ষণ যাদের ঝগড়া দেখলাম তারা মীরা আর নিলয়।মীরা হচ্ছে বড়লোক বাবার একমাত্র মেয়ে।ভীষণ জেদি। আর নিলয় হচ্ছে বাবার একমাত্র ছেলে।সেও মীরার চেয়ে কম নয়। দুজন একই ভার্সিটিতে পড়ে। নিলয় মীরার সিনিয়র ভাই।আলাদা ডিপার্টমেন্ট এর।

-উফ কি আজব মেয়ে বাবা,,ভুল করে আবার ঝগড়াও করে।দিলো তো গেইমটার বারোটা বাজিয়ে। ধুর আবার প্রথম থেকে শুরু করতে হবে। তবে যাই হোক,,রাগী মেয়েদের একটু অন্যরকম সুন্দর লাগে।না বাবা এই মেয়েকে সুন্দর বলবো না।টিকটিকি একটা।
কথাগুলো বলতে বলতেই নিলয় কেন্টিনে গিয়ে বসলো আর গেইমে মন দিলো। পরের দিন সকালে....

-এই মেয়ে দাঁড়াও।

কি ব্যপার,,ষাঁড়টা আবার আমাকে ডাকছে কেনো??(মনে মনে)

-এই যে মি.ষাঁড়,,অভদ্রের মতো এই মেয়ে এই মেয়ে বলে ডাকছেন কেনো?? আমারতো একটা নাম আছে নাকি??

-তোমার মতো টিকটিকির নাম দিয়ে আমার কোনো কাজ নেই।কালকে আমাকে ধাক্কা মেরেছিলে।সরি না বলে উল্টো ঝগড়া করেছো।এখন আমাকে সরি বলো। মাফ করা যায় কিনা ভেবে দেখবো।😒😒

-কিইইইইইই,,আমি আপনাকে সরি বলবো?? আমিইই??

-জি,,তুমিইইইইই। চলো চলো সরি বলো।

-আপনার মতো উল্লুককে আমি কখনোই সরি বলবো না।আর listen,,কালকে ভুলটা আপনার ছিলো।so আপনি সরি বলবেন।😒

-তুমি ভার্সিটির সিনিয়র একটা ছেলেকে বলছো তোমাকে সরি বলতে?? এই তুমি পাগল না mad??

-এই এই একদম আজে বাজে কথা বলবেন না। আর আপনি সিনিয়র তো কি হয়েছে?? অযথা গায়ে পড়ে ঝগড়া বাঁধাবেন না। আর এটা কি পারফিউম মেখেছেন?? ইয়াক কি বাজে স্মিল🙊দূরে গিয়ে কথা বলুন।

-what!! কি বললে তুমি??আমার পারফিউমের স্মিল ইয়াক?? দাঁড়াও বুঝাচ্ছি তোমাকে.......


Please read the next part!!

Post a Comment

Give your opinion, please!

নবীনতর পূর্বতন