"সাহারা মরুভূমির অদ্ভুদ

 রহস্য যা আপনাকে 

অবাক করবে"


দুর দুর অবধি বিস্তৃত বালির এক অশেষ সমুদ্র, দিনের বেলা সূর্যের আগুনের বৃষ্টি এবং রাতে রক্তহীম করার মতো ঠান্ডা। যেখানে বৃষ্টি তো দূরে থাক আকাশে মেঘের টুকরো খুঁজে পাওয়া যায় না। সোনার মতো সুন্দর এবং প্রতিমুহূর্তে নিজের মধ্যে রহস্য লুকিয়ে রাখার তার হলো সাহারা মরুস্থল। আমাদের পৃথিবীর সবচেয়ে বৃহত্তর ২য় মহাদিপ আফ্রিকা মহাদেশের উত্তরে ছড়িয়ে থাকা সাহারা মরুভুমি। 

যদি এটি একটি দেশ হতো তাহলে এটির আকৃতি হতো আমেরিকার থেকেও বেশি। পৃথিবীর সবচেয়ে উষ্ণতম জায়গা এই সাহারা মরুভুমিতে পৃথিবীতে এমনও জায়গা রয়েছে যেখানে আজ শত শত বছর বৃষ্টি হয় না। শুকনা আবহাওয়া জায়গাটিতে জীবনকে বাঁচিয়ে রাখার অনুপোযোগী করে তুলেছে। 

চলুন আজ জেনে নেওয়া যাক সাহারা মরুভূমি কিছু রহস্যময় ঘটনা।
--এই মরুভূমির সবচেয়ে রহস্যময় একটা জিনিস হল একটা বিশাল নীল চোখ। কিন্তু এটি সাহারা মরুভুমির একটি কলাকৃতি। এই অদ্ভুত কলাকৃতি মহাকাশ থেকে স্পষ্ট দেখতে পাওয়া যায়। এই চোখটির অবাক বিষয় হচ্ছে এটির মধ্যে রহস্য লুকিয়ে আছে। এই চোখটি ৫০ কিলোমিটার চওড়া এবং লম্বা 

বিজ্ঞানীরা আজ অবধি জানতে পারেনি যে স্ট্রাকচারটি কে বানিয়েছে। আমরা যদি ভেবে নেই যে এই স্ট্যাটাসটি মানুষের তৈরি করেছে তাহলে কি সে সময় মানুষের কাছে এত উন্নত টেকনোলজি ছিল, যে এত বড় একটা মেচিড স্ট্রাকচার মানুষের বানাতে পারে? এজন্যই এই রহস্যময় চখটি আমাদের ভাবতে বাধ্য করে। 




এই মরুভূমির ক্ষেত্রফল রহস্যময় ভাবে বৃদ্ধি পায় আবার কমে যায়।বিজ্ঞানীদের ভাষায় এটি একটি কারণ দেওয়া হয়েছে তাহলো গ্লোবাল ওয়ার্মিং। বিজ্ঞানীদের রেকর্ড অনুযায়ী। এই মরুভূমির ক্ষেত্রফল আজ থেকে প্রায় ১০০ বছর আগে প্রায় ৯ লক্ষ বর্গ কিলোমিটার বেড়ে গিয়েছিলো।

পৃথিবীর সবচেয়ে উষ্ণ মরুভূমির সাহারাতে বরফও পরে। সাহারার প্রবেশদ্বার মানা হয় উত্তর আলজেরিয়ার ইনসাফেরাতে লাল বালির উপর যখন সাদা বরফ পড়ে তখন সেখানকার দৃশ্য অনেক সুন্দর হয়ে ওঠে। লাল বালির উপর সাদা চাদর দেখতে অনেক সুন্দর লাগে। কখনো কখনো আবার এখানে ১৬ ইঞ্চি পর্যন্ত বরফ পড়ে। 

সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? অনেকে মনে করে এটা আসলে একটি দেশে বিস্তৃত। কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ মানুষই জানে না যে, সাহারা মরুভূমি ১১ টি দেশে ছড়িয়ে রয়েছে। সাহারা মরুভূমির ক্ষেত্রফল এতটাই বড় যেটি হচ্ছে ৯২০০০০০ বর্গ কিলোমিটার। যেটি আফ্রিকা মহাদেশের উত্তরে ১১ টি দেশের উপর বিস্তৃত। আপনি তো জানেনই যে প্রকৃতি কখনো কখনো অনেক চমৎকার করে দেয় এবং সেগুলো কিভাবে হয় তা মানুষের চিন্তাশক্তির বাহিরে।

এরকম একটা চমৎকার আজ থেকে প্রায় ১০০ বছর আগে সাহারাতে হয়েছিল। যখন কোন ভূগর্বীয় গতিবিধি জন্য মাটির গভীরতার থেকে জল ভূপৃষ্ঠের উঠে এসেছিল এবং সেখানে বড় নদের সৃষ্টি হয়। বিশেষ ব্যাপার হচ্ছে এত গরমেও সেখানকার জল শুকিয়ে যায় না। ভূগর্ভ থেকে এগুলোতে সিমিত মাত্রায় জল সরবরাহ হতে থাকে। প্রত্যেকদিন রাস্তা দিয়ে পার হয়ে যাওয়া উঠের দলগুলি এখানে এসে জল পান করে। 

আজ প্রায় ১০০ বছর ধরে উল্টে যাতায়াতে তাদের মলমূত্রের কারণে জলের রং কালো থাকে। আরেকটা অবাক ব্যাপার হলো এই মরুভূমিতে কুমিরও পাওয়া যায়। আবার সাহারা মরুভূমিতে প্রায় ৫০০০ বছর পুরনো একটি কবর স্থানও পাওয়া যায়। যেটার উপর বিজ্ঞানীরা গবেষণা করে সেখানে একটি মহিলা পোষ্টটি খুঁজে পাওয়া যায়, যেখানে তার দুই বাচ্চার সাথে তাকে কবর দেয়া হয়েছিল। আর এ থেকে বুঝা যায় যে সাহারায় কোন একসময় জীবন ছিল। বিজ্ঞানীরা তো এটাও বলে থাকে যে সাহারা মরুভূমি একসময় জঙ্গলে ঢাকা ছিল। 
এই ছিলো সাহারা মরুভুমি নিয়ে রহস্য ও তথ্য।।

তথ্য সুত্র: Google 

Post a Comment

Give your opinion, please!

নবীনতর পূর্বতন