অবহেলা-১
খুব ছোটোবেলায় একবার জ্বর হওয়ায় চলার ক্ষমতা হারায় আরিশা।দুর্ভাগ্যের শুরু।মেয়ে হয়ে এমন একটা প্রতিবন্ধকতা তাকে একঘরে করে দিয়েছিলো।নিজের আনমনে সময় কাটাতো আরিশা।কেউ মিশতে চাইতো না।যদিও কেউ মিশতো সেটাও ছিল সুবিধা ভোগের জন্য।আরিশার গানের গলা দারুন ছিলো।খুব ভালো গান করতো।একদিন হুইল চ্যায়ারটা ঠেলে নিজেই চলে গেলো নদীর ধারে।একা মনে গান গাইছিলো।
আরিশা:তুই ফেলে এসেছিস কারে মন মনরে আমার🎶🎶...তাই জনম গেলো শান্তি পেলি নারে মন মনরে আমার.....।[গান গাইতে গাইতেই একটা ছেলেকে খেয়াল করলো সে।দেখতে যথেষ্ট সুদর্শন।ছেলেটিকে ভালো লেগে যায় আরিশার।কিন্তু নিজের প্রতিবন্ধকতা নিয়ে ছেলেটির সামনে এগুতে ভয় হচ্ছিল তার।তাই সে চুপচাপ ছেলেটির পিছু চলে।পরে জানতে পারে ছেলেটি তারই ভার্সিটিতে পড়ে।সেদিন থেকেই সে ভার্সিটিতে ছেলেটিকে খেয়াল করতো।]
অনিতা:কিরে,হা করে ওদিকে কি দেখছিস??
আরিশা:ক,ক,ক,কই কিছু না তো।
অনিতা:কিছু তো নিশ্চয়ই।কিরে আমাকে বলবিনা??
😞
আরিশা:ধুর তোকে না বলে আর কাকে বলবো??জানিস সেদিন নদীর ধারে একটা ছেলেকে দেখেছি।
অনিতা:বাবা!কোন ছেলেকে দেখে আবার হারিয়েছ গো??😊
আরিশা:সে আমাদের ভার্সিটিতেই পড়ে।
অনিতা:কে সে??
আরিশা:ওই যে দেখছিস সাদা টি-শার্ট পড়া আর বাইক ঘেঁষে দাঁড়িয়ে আছে,সে।😊
অনিতা:ওহ,ওর নামতো রাজু।আমাদের এক বছরের সিনিয়র।আমার সাথে তো বেশ ভালই কথা হয় ওর।
আরিশা:তাই??তাহলে তুই আমার হয়ে একটা কাজ করতে পারবি??
অনিতা:কি কাজ??
💓লিখেছেন- সানজিদা
একটি মন্তব্য পোস্ট করুন
Give your opinion, please!