তুমি আছো তাই

(পর্ব-৫)


-কি ব্যাপার,,আপনি আমাকে ফলো করা শুরু করেছেন নাকি??

-আমার আক্কেল দাঁত এখনো পড়ে যায়নি যে আমি বেয়াক্কেলের মতো আপনাকে ফলো করা শুরু করবো। বরং আমার তো মনে হচ্ছে আপনি আমাকে ফলো করছেন।😒

-ও হ্যালো,,এটা আমার খালামনির বাসা ওকে?? আমি এখানে আসতেই পারি।কিন্তু আপনি কোন ধান্দায় এলেন??🤨

-ধান্দা মানে?? আমাকে দেখে কি ধান্দাবাজ মনে হয়??😡

-ভালোও তো মনে হয়না😏(মনে মনে)

-এই বিড়বিড় করে আবার কি বলছেন??

কিরে তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস?? ভিতরে আয়।

-ভিতরেই তো যাচ্ছিলাম ভাইয়া। কিন্তু এই উল্লুকটা কোথা থেকে এসে যেন আবার ধাক্কা মারলো আমাকে। আমার কোমড়টা এবার ভেঙেই গেলো 😭😭

-আজ্ঞে নাহ,,ওই লোহার কোমড় এতো সহজে ভাঙবেনা।

-আপনিইইইইইইইই😡😡

আরে আরে থাম। এসেই ঝগড়া করছিস কেন??আমি বুঝতে পারছি যে তোদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। মিটিয়ে নে।

-নু,নাইভার(হেয়ালি করে)আমি এই উল্লুকের সাথে কিচ্ছু মিটাবো না। ও খুব খারাপ।অনেক বাজে জানিস ভাইয়া ভার্সিটি.......

হয়েছে হয়েছে পরে সব শুনবো। এখন ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নে। আর নিল তুই চল আমার সাথে।তোর থাকার ঘরটা দেখিয়ে দিচ্ছি।

-ঘর দেখিয়ে দিবে মানি?? এই ষাঁড়টা এখানে থাকবে নাকি??

-মীরা ও আমার স্কুল ফ্রেন্ড নিলয়। খুব ভালো ছেলে।

-এটা তোমার ফ্রেন্ড?? 🙁তাও আবার ভালো ছেলে। শুনো ভাইয়া এই ছেলেকে তুমি আমার চেয়ে ভালো চিনো না।

-তুই ওকে চিনিস নাকি??

-ভালো করে চিনি (দাঁতে দাঁত চেপে)

-ওই অনিক এটা কে রে?? তোর কি লাগে??

-মীরা,,আমার বড় খালার মেয়ে।নিশুর বিয়ের বিশেষ মেহমান,,না থুক্কু,,বিয়ের সব সাজসজ্জা মীরাই দেখবে। (মেহমান বলায় মীরাকে রেগে যেতে দেখে অনিক কথা পাল্টে নিলো)

মানে এর সাথে বিয়ের এইকটা দিন এক বাড়িতে থাকা লাগবে????????😧😧(দুজনেই একসাথে বলে উঠলো)

-না না আমি থাকবো না ভাইয়া।

-ওই অনিক্কা,,আমিও চললাম।

আরে আরে এমন করছিস কেনো?? যা দুজনকে দুদিকের ঘরে থাকতে দিবো। একদম বিপরীত দিকে।

-ঠিক আছে।😒

আয় নিল আমার সাথে চল।

আরে মীরা😃কখন এলি পেত্নি??

এইতো এখনি। ভিতরে চল।ক্লান্ত লাগছে খুব। ফ্রেশ হবো। খালামণি কই??

মা তো ভিতরে।চল।

হুম।

পরেরদিন মীরা আর নিশু শপিং এর জন্য বের হলো। কিন্তু সাথে যাওয়ার মতো কেউ না থাকায় নিশু অনিককে ওদের সাথে যেতে বললো।
কিন্তু অনিক আবার ওদিকে ফুল আনতে যাবে আর ডেকোরেটর মেনেজ করতে হবে তাই সে যেতে পারলো না।

অনিক নিলয়কে নিশুদের সাথে পাঠালো। সারা রাস্তায় মীরা আর নিলয়ের মধ্যে কোনো কথাই হলো না।
মাঝে মাঝে নিশু আর মীরার কথায় সে হাসছিলো। হঠাৎ মীরা চেঁচিয়ে উঠলো।



Like Our Facebook Page- https://www.facebook.com/bdstorybazaar

Post a Comment

Give your opinion, please!

নবীনতর পূর্বতন